الماعون
Al-Maun - সাহায্য-সামগ্রী
বাংলা অনুবাদ
English Translation
أَرَءَيْتَ ٱلَّذِى يُكَذِّبُ بِٱلدِّينِ
বাংলা
শেখ মুজিবুর রহমান:
তুমি কি দেখেছ তাকে, যে কর্মফলকে মিথ্যা বলে থাকে?
English
Sahih International:
Have you seen the one who denies the Recompense?
فَذَٰلِكَ ٱلَّذِى يَدُعُّ ٱلْيَتِيمَ
বাংলা
শেখ মুজিবুর রহমান:
সেতো সে, যে পিতৃহীনকে রূঢ়ভাবে তাড়িয়ে দেয়,
English
Sahih International:
For that is the one who drives away the orphan
وَلَا يَحُضُّ عَلَىٰ طَعَامِ ٱلْمِسْكِينِ
বাংলা
শেখ মুজিবুর রহমান:
এবং সে অভাবগ্রস্তকে খাদ্য দানে উৎসাহ প্রদান করেনা,
English
Sahih International:
And does not encourage the feeding of the poor.
فَوَيْلٌ لِّلْمُصَلِّينَ
বাংলা
শেখ মুজিবুর রহমান:
সুতরাং পরিতাপ সেই সালাত আদায়কারীদের জন্য –
English
Sahih International:
So woe to those who pray
ٱلَّذِينَ هُمْ عَن صَلَاتِهِمْ سَاهُونَ
বাংলা
শেখ মুজিবুর রহমান:
যারা তাদের সালাতে অমনোযোগী,
English
Sahih International:
[But] who are heedless of their prayer -
ٱلَّذِينَ هُمْ يُرَآءُونَ
বাংলা
শেখ মুজিবুর রহমান:
যারা লোক দেখানোর জন্য ওটা করে।
English
Sahih International:
Those who make show [of their deeds]
وَيَمْنَعُونَ ٱلْمَاعُونَ
বাংলা
শেখ মুজিবুর রহমান:
এবং গৃহস্থালীর প্রয়োজনীয় ছোট খাট সাহায্য দানে বিরত থাকে।
English
Sahih International:
And withhold [simple] assistance.