Tazqianofs
Back to Surahs

النجم

An-Najm - তারা
62 Ayahs
বাংলা অনুবাদ
English Translation
1

وَٱلنَّجْمِ إِذَا هَوَىٰ

বাংলা শেখ মুজিবুর রহমান:
শপথ নক্ষত্রের, যখন ওটা হয় অস্তমিত,

English Sahih International:
By the star when it descends,

2

مَا ضَلَّ صَاحِبُكُمْ وَمَا غَوَىٰ

বাংলা শেখ মুজিবুর রহমান:
তোমাদের সঙ্গী বিভ্রান্ত নয়, বিপথগামীও নয়,

English Sahih International:
Your companion [i.e., Muḥammad] has not strayed, nor has he erred,

3

وَمَا يَنطِقُ عَنِ ٱلْهَوَىٰٓ

বাংলা শেখ মুজিবুর রহমান:
এবং সে মনগড়া কথাও বলেনা।

English Sahih International:
Nor does he speak from [his own] inclination.

4

إِنْ هُوَ إِلَّا وَحْىٌ يُوحَىٰ

বাংলা শেখ মুজিবুর রহমান:
এটাতো অহী, যা তার প্রতি প্রত্যাদেশ হয়।

English Sahih International:
It is not but a revelation revealed,

5

عَلَّمَهُۥ شَدِيدُ ٱلْقُوَىٰ

বাংলা শেখ মুজিবুর রহমান:
তাকে শিক্ষা দান করে শক্তিশালী –

English Sahih International:
Taught to him by one intense in strength [i.e., Gabriel] -

6

ذُو مِرَّةٍ فَٱسْتَوَىٰ

বাংলা শেখ মুজিবুর রহমান:
প্রজ্ঞা সম্পন্ন; সে নিজ আকৃতিতে স্থির হয়েছিল,

English Sahih International:
One of soundness. And he rose to [his] true form

7

وَهُوَ بِٱلْأُفُقِ ٱلْأَعْلَىٰ

বাংলা শেখ মুজিবুর রহমান:
তখন সে ঊর্ধ্ব দিগন্তে।

English Sahih International:
While he was in the higher [part of the] horizon.

8

ثُمَّ دَنَا فَتَدَلَّىٰ

বাংলা শেখ মুজিবুর রহমান:
অতঃপর সে তার নিকটবর্তী হল, অতি নিকটবর্তী।

English Sahih International:
Then he approached and descended

9

فَكَانَ قَابَ قَوْسَيْنِ أَوْ أَدْنَىٰ

বাংলা শেখ মুজিবুর রহমান:
ফলে তাদের মধ্যে দুই ধনুকের ব্যবধান রইল, অথবা তারও কম।

English Sahih International:
And was at a distance of two bow lengths or nearer.

10

فَأَوْحَىٰٓ إِلَىٰ عَبْدِهِۦ مَآ أَوْحَىٰ

বাংলা শেখ মুজিবুর রহমান:
তখন আল্লাহ তাঁর বান্দার প্রতি যা অহী করার তা অহী করলেন।

English Sahih International:
And he revealed to His Servant what he revealed [i.e., conveyed].

11

مَا كَذَبَ ٱلْفُؤَادُ مَا رَأَىٰٓ

বাংলা শেখ মুজিবুর রহমান:
যা সে দেখেছে তার অন্তকরণ তা অস্বীকার করেনি।

English Sahih International:
The heart did not lie [about] what it saw.

12

أَفَتُمَـٰرُونَهُۥ عَلَىٰ مَا يَرَىٰ

বাংলা শেখ মুজিবুর রহমান:
সে যা দেখেছে তোমরা কি সে বিষয়ে তার সংগে বিতর্ক করবে?

English Sahih International:
So will you dispute with him over what he saw?

13

وَلَقَدْ رَءَاهُ نَزْلَةً أُخْرَىٰ

বাংলা শেখ মুজিবুর রহমান:
নিশ্চয়ই সে তাকে আরেকবার দেখেছিল।

English Sahih International:
And he certainly saw him in another descent

14

عِندَ سِدْرَةِ ٱلْمُنتَهَىٰ

বাংলা শেখ মুজিবুর রহমান:
সিদরাতুল মুনতাহার নিকট,

English Sahih International:
At the Lote Tree of the Utmost Boundary -

15

عِندَهَا جَنَّةُ ٱلْمَأْوَىٰٓ

বাংলা শেখ মুজিবুর রহমান:
যার নিকট অবস্থিত বাসোদ্যান।

English Sahih International:
Near it is the Garden of Refuge [i.e., Paradise] -

16

إِذْ يَغْشَى ٱلسِّدْرَةَ مَا يَغْشَىٰ

বাংলা শেখ মুজিবুর রহমান:
যখন বৃক্ষটি, যদ্বারা আচ্ছাদিত হবার তদ্বারা ছিল আচ্ছাদিত,

English Sahih International:
When there covered the Lote Tree that which covered [it].

17

مَا زَاغَ ٱلْبَصَرُ وَمَا طَغَىٰ

বাংলা শেখ মুজিবুর রহমান:
তার দৃষ্টি বিভ্রম হয়নি, দৃষ্টি লক্ষ্যচ্যূতও হয়নি।

English Sahih International:
The sight [of the Prophet (ﷺ)] did not swerve, nor did it transgress [its limit].

18

لَقَدْ رَأَىٰ مِنْ ءَايَـٰتِ رَبِّهِ ٱلْكُبْرَىٰٓ

বাংলা শেখ মুজিবুর রহমান:
সেতো তার প্রতিপালকের মহান নিদর্শনাবলী দেখেছিল।

English Sahih International:
He certainly saw of the greatest signs of his Lord.

19

أَفَرَءَيْتُمُ ٱللَّـٰتَ وَٱلْعُزَّىٰ

বাংলা শেখ মুজিবুর রহমান:
তোমরা কি ভেবে দেখেছ লাত ও উযযা সম্বন্ধে?

English Sahih International:
So have you considered al-Lāt and al-ʿUzzā?

20

وَمَنَوٰةَ ٱلثَّالِثَةَ ٱلْأُخْرَىٰٓ

বাংলা শেখ মুজিবুর রহমান:
এবং তৃতীয় আরেকটি ‘মানাত’ সম্বন্ধে?

English Sahih International:
And Manāt, the third - the other one?

21

أَلَكُمُ ٱلذَّكَرُ وَلَهُ ٱلْأُنثَىٰ

বাংলা শেখ মুজিবুর রহমান:
তাহলে কি পুত্র-সন্তান তোমাদের জন্য এবং কন্যা-সন্তান আল্লাহর জন্য?

English Sahih International:
Is the male for you and for Him the female?

22

تِلْكَ إِذًا قِسْمَةٌ ضِيزَىٰٓ

বাংলা শেখ মুজিবুর রহমান:
এ ধরণের বন্টনতো অসঙ্গত।

English Sahih International:
That, then, is an unjust division.

23

إِنْ هِىَ إِلَّآ أَسْمَآءٌ سَمَّيْتُمُوهَآ أَنتُمْ وَءَابَآؤُكُم مَّآ أَنزَلَ ٱللَّهُ بِهَا مِن سُلْطَـٰنٍ ۚ إِن يَتَّبِعُونَ إِلَّا ٱلظَّنَّ وَمَا تَهْوَى ٱلْأَنفُسُ ۖ وَلَقَدْ جَآءَهُم مِّن رَّبِّهِمُ ٱلْهُدَىٰٓ

বাংলা শেখ মুজিবুর রহমান:
এগুলির কতক নামমাত্র যা তোমাদের পূর্ব-পুরুষরা ও তোমরা রেখেছ, যার সমর্থনে আল্লাহ কোন দলীল প্রেরণ করেননি। তারাতো অনুমান এবং নিজেদের প্রবৃত্তিরই অনুসরণ করে, অথচ তাদের নিকট তাদের রবের পথনির্দেশ এসেছে।

English Sahih International:
They are not but [mere] names you have named them - you and your forefathers - for which Allāh has sent down no authority. They follow not except assumption and what [their] souls desire, and there has already come to them from their Lord guidance.

24

أَمْ لِلْإِنسَـٰنِ مَا تَمَنَّىٰ

বাংলা শেখ মুজিবুর রহমান:
মানুষ যা চায় তাই কি সে পায়?

English Sahih International:
Or is there for man whatever he wishes?

25

فَلِلَّهِ ٱلْـَٔاخِرَةُ وَٱلْأُولَىٰ

বাংলা শেখ মুজিবুর রহমান:
বস্তুতঃ ইহকাল ও পরকাল আল্লাহরই।

English Sahih International:
Rather, to Allāh belongs the Hereafter and the first [life].

26

۞ وَكَم مِّن مَّلَكٍ فِى ٱلسَّمَـٰوَٰتِ لَا تُغْنِى شَفَـٰعَتُهُمْ شَيْـًٔا إِلَّا مِنۢ بَعْدِ أَن يَأْذَنَ ٱللَّهُ لِمَن يَشَآءُ وَيَرْضَىٰٓ

বাংলা শেখ মুজিবুর রহমান:
আকাশে কত মালাইকা/ফেরেশতা রয়েছে, তাদের কোন সুপারিশ ফলপ্রসু হবেনা যতক্ষণ আল্লাহ যাকে ইচ্ছা এবং যার প্রতি সন্তষ্ট তাকে অনুমতি না দেন।

English Sahih International:
And how many angels there are in the heavens whose intercession will not avail at all except [only] after Allāh has permitted [it] to whom He wills and approves.

27

إِنَّ ٱلَّذِينَ لَا يُؤْمِنُونَ بِٱلْـَٔاخِرَةِ لَيُسَمُّونَ ٱلْمَلَـٰٓئِكَةَ تَسْمِيَةَ ٱلْأُنثَىٰ

বাংলা শেখ মুজিবুর রহমান:
যারা আখিরাতে বিশ্বাস করেনা তারাই নারীবাচক নাম দিয়ে থাকে মালাইকাদেরকে।

English Sahih International:
Indeed, those who do not believe in the Hereafter name the angels female names,

28

وَمَا لَهُم بِهِۦ مِنْ عِلْمٍ ۖ إِن يَتَّبِعُونَ إِلَّا ٱلظَّنَّ ۖ وَإِنَّ ٱلظَّنَّ لَا يُغْنِى مِنَ ٱلْحَقِّ شَيْـًٔا

বাংলা শেখ মুজিবুর রহমান:
অথচ এ বিষয়ে তাদের কোন জ্ঞান নেই, তারা শুধু অনুমানের অনুসরণ করে; সত্যের মুকাবিলায় অনুমানের কোন মূল্য নেই।

English Sahih International:
And they have thereof no knowledge. They follow not except assumption, and indeed, assumption avails not against the truth at all.

29

فَأَعْرِضْ عَن مَّن تَوَلَّىٰ عَن ذِكْرِنَا وَلَمْ يُرِدْ إِلَّا ٱلْحَيَوٰةَ ٱلدُّنْيَا

বাংলা শেখ মুজিবুর রহমান:
অতএব যে আমার স্মরণে বিমুখ তাকে উপেক্ষা করে চল; সেতো শুধু পার্থিব জীবন কামনা করে।

English Sahih International:
So turn away from whoever turns his back on Our message and desires not except the worldly life.

30

ذَٰلِكَ مَبْلَغُهُم مِّنَ ٱلْعِلْمِ ۚ إِنَّ رَبَّكَ هُوَ أَعْلَمُ بِمَن ضَلَّ عَن سَبِيلِهِۦ وَهُوَ أَعْلَمُ بِمَنِ ٱهْتَدَىٰ

বাংলা শেখ মুজিবুর রহমান:
তাদের জ্ঞানের দৌড় এই পর্যন্ত। তোমার রাব্বই ভাল জানেন কে তাঁর পথ হতে বিচ্যুত; তিনিই ভাল জানেন কে সৎপথ প্রাপ্ত।

English Sahih International:
That is their sum of knowledge. Indeed, your Lord is most knowing of who strays from His way, and He is most knowing of who is guided.

31

وَلِلَّهِ مَا فِى ٱلسَّمَـٰوَٰتِ وَمَا فِى ٱلْأَرْضِ لِيَجْزِىَ ٱلَّذِينَ أَسَـٰٓـُٔوا۟ بِمَا عَمِلُوا۟ وَيَجْزِىَ ٱلَّذِينَ أَحْسَنُوا۟ بِٱلْحُسْنَى

বাংলা শেখ মুজিবুর রহমান:
আকাশমন্ডলী ও পৃথিবীতে যা কিছু আছে তা আল্লাহরই। যারা মন্দ কাজ করে তাদেরকে তিনি দেন মন্দ ফল এবং যারা সৎ কাজ করে তাদেরকে দেন উত্তম পুরস্কার।

English Sahih International:
And to Allāh belongs whatever is in the heavens and whatever is in the earth - that He may recompense those who do evil with [the penalty of] what they have done and recompense those who do good with the best [reward] -

32

ٱلَّذِينَ يَجْتَنِبُونَ كَبَـٰٓئِرَ ٱلْإِثْمِ وَٱلْفَوَٰحِشَ إِلَّا ٱللَّمَمَ ۚ إِنَّ رَبَّكَ وَٰسِعُ ٱلْمَغْفِرَةِ ۚ هُوَ أَعْلَمُ بِكُمْ إِذْ أَنشَأَكُم مِّنَ ٱلْأَرْضِ وَإِذْ أَنتُمْ أَجِنَّةٌ فِى بُطُونِ أُمَّهَـٰتِكُمْ ۖ فَلَا تُزَكُّوٓا۟ أَنفُسَكُمْ ۖ هُوَ أَعْلَمُ بِمَنِ ٱتَّقَىٰٓ

বাংলা শেখ মুজিবুর রহমান:
যারা বিরত থাকে গুরুতর পাপ ও অশ্লীল কার্য হতে, ছোট- খাট অপরাধ করলেও তোমার রবের ক্ষমা অপরিসীম; তিনি (আল্লাহ) তোমাদের সম্পর্কে সম্যক অবগত, যখন তিনি তোমাদেরকে সৃষ্টি করেছিলেন মাটি হতে এবং যখন তোমরা মাতৃগর্ভে ভ্রুণরূপে অবস্থান কর। অতএব তোমরা আত্মপ্রশংসা করনা, তিনিই সম্যক জানেন মুত্তাকী কে।

English Sahih International:
Those who avoid the major sins and immoralities, only [committing] slight ones. Indeed, your Lord is vast in forgiveness. He was most knowing of you when He produced you from the earth and when you were fetuses in the wombs of your mothers. So do not claim yourselves to be pure; He is most knowing of who fears Him.

33

أَفَرَءَيْتَ ٱلَّذِى تَوَلَّىٰ

বাংলা শেখ মুজিবুর রহমান:
তুমি কি দেখেছ সেই ব্যক্তিকে যে মুখ ফিরিয়ে নেয়;

English Sahih International:
Have you seen the one who turned away

34

وَأَعْطَىٰ قَلِيلًا وَأَكْدَىٰٓ

বাংলা শেখ মুজিবুর রহমান:
এবং দান করে সামান্যই, পরে বন্ধ করে দেয়?

English Sahih International:
And gave a little and [then] refrained?

35

أَعِندَهُۥ عِلْمُ ٱلْغَيْبِ فَهُوَ يَرَىٰٓ

বাংলা শেখ মুজিবুর রহমান:
তার কি অদৃশ্যের জ্ঞান আছে যে সে জানবে?

English Sahih International:
Does he have knowledge of the unseen, so he sees?

36

أَمْ لَمْ يُنَبَّأْ بِمَا فِى صُحُفِ مُوسَىٰ

বাংলা শেখ মুজিবুর রহমান:
তাকে কি অবগত করা হয়নি যা আছে মূসার কিতাবে,

English Sahih International:
Or has he not been informed of what was in the scriptures of Moses

37

وَإِبْرَٰهِيمَ ٱلَّذِى وَفَّىٰٓ

বাংলা শেখ মুজিবুর রহমান:
এবং ইবরাহীমের কিতাবে যে পালন করেছিল তার দায়িত্ব?

English Sahih International:
And [of] Abraham, who fulfilled [his obligations] -

38

أَلَّا تَزِرُ وَازِرَةٌ وِزْرَ أُخْرَىٰ

বাংলা শেখ মুজিবুর রহমান:
ওটা এই যে, কোন বহনকারী অপরের বোঝা বহন করবেনা।

English Sahih International:
That no bearer of burdens will bear the burden of another

39

وَأَن لَّيْسَ لِلْإِنسَـٰنِ إِلَّا مَا سَعَىٰ

বাংলা শেখ মুজিবুর রহমান:
আর এই যে, মানুষ তা’ই পায় যা সে করে,

English Sahih International:
And that there is not for man except that [good] for which he strives

40

وَأَنَّ سَعْيَهُۥ سَوْفَ يُرَىٰ

বাংলা শেখ মুজিবুর রহমান:
আর এই যে, তার কাজ অচিরেই দেখানো হবে,

English Sahih International:
And that his effort is going to be seen -

41

ثُمَّ يُجْزَىٰهُ ٱلْجَزَآءَ ٱلْأَوْفَىٰ

বাংলা শেখ মুজিবুর রহমান:
অতঃপর তাকে দেয়া হবে পূর্ণ প্রতিদান।

English Sahih International:
Then he will be recompensed for it with the fullest recompense -

42

وَأَنَّ إِلَىٰ رَبِّكَ ٱلْمُنتَهَىٰ

বাংলা শেখ মুজিবুর রহমান:
আর এই যে, সব কিছুর সমাপ্তিতো তোমার রবের নিকট।

English Sahih International:
And that to your Lord is the finality

43

وَأَنَّهُۥ هُوَ أَضْحَكَ وَأَبْكَىٰ

বাংলা শেখ মুজিবুর রহমান:
আর এই যে, তিনিই হাসান, তিনিই কাঁদান।

English Sahih International:
And that it is He who makes [one] laugh and weep

44

وَأَنَّهُۥ هُوَ أَمَاتَ وَأَحْيَا

বাংলা শেখ মুজিবুর রহমান:
এবং এই যে, তিনিই মারেন, তিনিই বাঁচান,

English Sahih International:
And that it is He who causes death and gives life

45

وَأَنَّهُۥ خَلَقَ ٱلزَّوْجَيْنِ ٱلذَّكَرَ وَٱلْأُنثَىٰ

বাংলা শেখ মুজিবুর রহমান:
আর এই যে, তিনিই সৃষ্টি করেন যুগল পুরুষ ও নারী –

English Sahih International:
And that He creates the two mates - the male and female -

46

مِن نُّطْفَةٍ إِذَا تُمْنَىٰ

বাংলা শেখ মুজিবুর রহমান:
শুক্র বিন্দু হতে যখন তা স্খলিত হয়;

English Sahih International:
From a sperm-drop when it is emitted

47

وَأَنَّ عَلَيْهِ ٱلنَّشْأَةَ ٱلْأُخْرَىٰ

বাংলা শেখ মুজিবুর রহমান:
আর এই যে, পুনরুত্থান ঘটানোর দায়িত্ব তাঁরই।

English Sahih International:
And that [incumbent] upon Him is the other [i.e., next] creation.

48

وَأَنَّهُۥ هُوَ أَغْنَىٰ وَأَقْنَىٰ

বাংলা শেখ মুজিবুর রহমান:
আর এই যে, তিনিই অভাবমুক্ত করেন ও সম্পদ দান করেন।

English Sahih International:
And that it is He who enriches and suffices

49

وَأَنَّهُۥ هُوَ رَبُّ ٱلشِّعْرَىٰ

বাংলা শেখ মুজিবুর রহমান:
আর এই যে, তিনি ‘শি’রা’ নক্ষত্রের মালিক।

English Sahih International:
And that it is He who is the Lord of Sirius.

50

وَأَنَّهُۥٓ أَهْلَكَ عَادًا ٱلْأُولَىٰ

বাংলা শেখ মুজিবুর রহমান:
এবং এই যে, তিনিই প্রথম ‘আদ সম্প্রদায়কে ধ্বংস করেছিলেন।

English Sahih International:
And that He destroyed the first [people of] ʿAad.

51

وَثَمُودَا۟ فَمَآ أَبْقَىٰ

বাংলা শেখ মুজিবুর রহমান:
এবং সামূদ সম্প্রদায়কেও, কেহকেও তিনি বাকী রাখেননি।

English Sahih International:
And Thamūd - and He did not spare [them] -

52

وَقَوْمَ نُوحٍ مِّن قَبْلُ ۖ إِنَّهُمْ كَانُوا۟ هُمْ أَظْلَمَ وَأَطْغَىٰ

বাংলা শেখ মুজিবুর রহমান:
আর এদের পূর্বে নূহের সম্প্রদায়কেও; তারা ছিল অতিশয় যালিম ও অবাধ্য।

English Sahih International:
And the people of Noah before. Indeed, it was they who were [even] more unjust and oppressing.

53

وَٱلْمُؤْتَفِكَةَ أَهْوَىٰ

বাংলা শেখ মুজিবুর রহমান:
উৎপাটিত আবাস ভূমিকে উল্টিয়ে নিক্ষেপ করেছিলেন।

English Sahih International:
And the overturned towns He hurled down.

54

فَغَشَّىٰهَا مَا غَشَّىٰ

বাংলা শেখ মুজিবুর রহমান:
ওকে আচ্ছন্ন করল কি সর্বগ্রাসী শাস্তি!

English Sahih International:
And covered them by that which He covered.

55

فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكَ تَتَمَارَىٰ

বাংলা শেখ মুজিবুর রহমান:
তুমি তোমার রবের কোন্ অনুগ্রহ সম্পর্কে সন্দেহ পোষণ করবে?

English Sahih International:
Then which of the favors of your Lord do you doubt?

56

هَـٰذَا نَذِيرٌ مِّنَ ٱلنُّذُرِ ٱلْأُولَىٰٓ

বাংলা শেখ মুজিবুর রহমান:
অতীতের সতর্ককারীদের ন্যায় এই নাবীও এক সতর্ককারী;

English Sahih International:
This [Prophet (ﷺ)] is a warner from [i.e., like] the former warners.

57

أَزِفَتِ ٱلْـَٔازِفَةُ

বাংলা শেখ মুজিবুর রহমান:
কিয়ামাত আসন্ন,

English Sahih International:
The Approaching Day has approached.

58

لَيْسَ لَهَا مِن دُونِ ٱللَّهِ كَاشِفَةٌ

বাংলা শেখ মুজিবুর রহমান:
আল্লাহ ছাড়া কেহই এটা ব্যক্ত করতে সক্ষম নয়।

English Sahih International:
Of it, [from those] besides Allāh, there is no remover.

59

أَفَمِنْ هَـٰذَا ٱلْحَدِيثِ تَعْجَبُونَ

বাংলা শেখ মুজিবুর রহমান:
তোমরা কি এই কথায় বিস্ময় বোধ করছ!

English Sahih International:
Then at this statement do you wonder?

60

وَتَضْحَكُونَ وَلَا تَبْكُونَ

বাংলা শেখ মুজিবুর রহমান:
এবং হাসি- ঠাট্টা করছ! ক্রন্দন করছনা?

English Sahih International:
And you laugh and do not weep

61

وَأَنتُمْ سَـٰمِدُونَ

বাংলা শেখ মুজিবুর রহমান:
তোমরাতো উদাসীন,

English Sahih International:
While you are proudly sporting?

62

فَٱسْجُدُوا۟ لِلَّهِ وَٱعْبُدُوا۟ ۩

বাংলা শেখ মুজিবুর রহমান:
অতএব আল্লাহকে সাজদাহ কর এবং তাঁর ইবাদাত কর। [সাজদাহ]

English Sahih International:
So prostrate to Allāh and worship [Him].

0:00
0:00
An-Najm Select an ayah to play