Tazqianofs
Back to Surahs

الانشقاق

Al-Inshiqaq - খণ্ড-বিখণ্ড করা
25 Ayahs
বাংলা অনুবাদ
English Translation
1

إِذَا ٱلسَّمَآءُ ٱنشَقَّتْ

বাংলা শেখ মুজিবুর রহমান:
যখন আকাশ বিদীর্ণ হবে,

English Sahih International:
When the sky has split [open]

2

وَأَذِنَتْ لِرَبِّهَا وَحُقَّتْ

বাংলা শেখ মুজিবুর রহমান:
এবং ওটা স্বীয় রবের আদেশ পালন করবে, আর ওকে তদুপযোগী করা হবে,

English Sahih International:
And has listened [i.e., responded] to its Lord and was obligated [to do so]

3

وَإِذَا ٱلْأَرْضُ مُدَّتْ

বাংলা শেখ মুজিবুর রহমান:
এবং পৃথিবীকে যখন সম্প্রসারিত করা হবে,

English Sahih International:
And when the earth has been extended

4

وَأَلْقَتْ مَا فِيهَا وَتَخَلَّتْ

বাংলা শেখ মুজিবুর রহমান:
এবং পৃথিবী তার অভ্যন্তরে যা আছে তা বাইরে নিক্ষেপ করবে ও শূন্য গর্ভ হয়ে যাবে,

English Sahih International:
And has cast out that within it and relinquished [it].

5

وَأَذِنَتْ لِرَبِّهَا وَحُقَّتْ

বাংলা শেখ মুজিবুর রহমান:
এবং তার রবের আদেশ পালন করবে, আর ওকে তদুপযোগী করা হবে (তখন তোমরা পুনরুত্থিত হবেই)।

English Sahih International:
And has listened [i.e., responded] to its Lord and was obligated [to do so] -

6

يَـٰٓأَيُّهَا ٱلْإِنسَـٰنُ إِنَّكَ كَادِحٌ إِلَىٰ رَبِّكَ كَدْحًا فَمُلَـٰقِيهِ

বাংলা শেখ মুজিবুর রহমান:
হে মানবসকল! তোমরা কঠোর পরিশ্রম করতে থাক, তোমাদের আমাল অনুযায়ী তোমাদের রবের সাক্ষাত লাভ করবে, আর এটাতো অবশ্যম্ভাবি।

English Sahih International:
O mankind, indeed you are laboring toward your Lord with [great] exertion and will meet it.

7

فَأَمَّا مَنْ أُوتِىَ كِتَـٰبَهُۥ بِيَمِينِهِۦ

বাংলা শেখ মুজিবুর রহমান:
অতঃপর যাকে ডান হাতে তার কর্মলিপি প্রদত্ত হবে –

English Sahih International:
Then as for he who is given his record in his right hand,

8

فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًا يَسِيرًا

বাংলা শেখ মুজিবুর রহমান:
তার হিসাব-নিকাশতো সহজভাবে গৃহীত হবে,

English Sahih International:
He will be judged with an easy account

9

وَيَنقَلِبُ إِلَىٰٓ أَهْلِهِۦ مَسْرُورًا

বাংলা শেখ মুজিবুর রহমান:
এবং সে তার স্বজনদের নিকট প্রফুল্ল চিত্তে ফিরে যাবে।

English Sahih International:
And return to his people in happiness.

10

وَأَمَّا مَنْ أُوتِىَ كِتَـٰبَهُۥ وَرَآءَ ظَهْرِهِۦ

বাংলা শেখ মুজিবুর রহমান:
এবং যাকে তার কর্মলিপি তার পৃষ্ঠের পশ্চাদ্ভাগে দেয়া হবে –

English Sahih International:
But as for he who is given his record behind his back,

11

فَسَوْفَ يَدْعُوا۟ ثُبُورًا

বাংলা শেখ মুজিবুর রহমান:
ফলে অচিরেই সে মৃত্যুকে আহবান করবে,

English Sahih International:
He will cry out for destruction

12

وَيَصْلَىٰ سَعِيرًا

বাংলা শেখ মুজিবুর রহমান:
এবং জ্বলন্ত আগুনে সে প্রবেশ করবে।

English Sahih International:
And [enter to] burn in a Blaze.

13

إِنَّهُۥ كَانَ فِىٓ أَهْلِهِۦ مَسْرُورًا

বাংলা শেখ মুজিবুর রহমান:
সে তার স্বজনদের মধ্যেতো সহর্ষে ছিল,

English Sahih International:
Indeed, he had [once] been among his people in happiness;

14

إِنَّهُۥ ظَنَّ أَن لَّن يَحُورَ

বাংলা শেখ মুজিবুর রহমান:
যেহেতু সে ভাবতো যে, সে কখনই প্রত্যাবর্তিত হবেনা।

English Sahih International:
Indeed, he had thought he would never return [to Allāh].

15

بَلَىٰٓ إِنَّ رَبَّهُۥ كَانَ بِهِۦ بَصِيرًا

বাংলা শেখ মুজিবুর রহমান:
হ্যাঁ,(অবশ্যই প্রত্যাবর্তিত হবে) নিশ্চয়ই তার রাব্ব তার উপর সবিশেষ দৃষ্টি রাখেন।

English Sahih International:
But yes! Indeed, his Lord was ever, of him, Seeing.

16

فَلَآ أُقْسِمُ بِٱلشَّفَقِ

বাংলা শেখ মুজিবুর রহমান:
আমি শপথ করি অস্তরাগের –

English Sahih International:
So I swear by the twilight glow

17

وَٱلَّيْلِ وَمَا وَسَقَ

বাংলা শেখ মুজিবুর রহমান:
এবং রাতের, আর ওটা যা কিছুর সমাবেশ ঘটায় তার,

English Sahih International:
And [by] the night and what it envelops

18

وَٱلْقَمَرِ إِذَا ٱتَّسَقَ

বাংলা শেখ মুজিবুর রহমান:
এবং শপথ চন্দ্রের যখন ওটা পরিপূর্ণ হয়,

English Sahih International:
And [by] the moon when it becomes full

19

لَتَرْكَبُنَّ طَبَقًا عَن طَبَقٍ

বাংলা শেখ মুজিবুর রহমান:
নিশ্চয়ই তোমরা এক স্তর হতে অন্য স্তরে আরোহণ করবে,

English Sahih International:
[That] you will surely embark upon [i.e., experience] state after state.

20

فَمَا لَهُمْ لَا يُؤْمِنُونَ

বাংলা শেখ মুজিবুর রহমান:
সুতরাং তাদের কি হল যে, তারা বিশ্বাস স্থাপন করেনা?

English Sahih International:
So what is [the matter] with them [that] they do not believe,

21

وَإِذَا قُرِئَ عَلَيْهِمُ ٱلْقُرْءَانُ لَا يَسْجُدُونَ ۩

বাংলা শেখ মুজিবুর রহমান:
এবং তাদের নিকট কুরআন পঠিত হলে তারা সাজদাহ করেনা? [সাজদাহ]

English Sahih International:
And when the Qur’ān is recited to them, they do not prostrate [to Allāh]?

22

بَلِ ٱلَّذِينَ كَفَرُوا۟ يُكَذِّبُونَ

বাংলা শেখ মুজিবুর রহমান:
পরন্তু কাফিরেরাই অসত্যারোপ করে,

English Sahih International:
But those who have disbelieved deny,

23

وَٱللَّهُ أَعْلَمُ بِمَا يُوعُونَ

বাংলা শেখ মুজিবুর রহমান:
অথচ তারা (মনে মনে) যা পোষণ করে আল্লাহ তা সবিশেষ পরিজ্ঞাত।

English Sahih International:
And Allāh is most knowing of what they keep within themselves.

24

فَبَشِّرْهُم بِعَذَابٍ أَلِيمٍ

বাংলা শেখ মুজিবুর রহমান:
সুতরাং তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ প্রদান কর।

English Sahih International:
So give them tidings of a painful punishment,

25

إِلَّا ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّـٰلِحَـٰتِ لَهُمْ أَجْرٌ غَيْرُ مَمْنُونٍۭ

বাংলা শেখ মুজিবুর রহমান:
যারা ঈমান আনে ও সৎ কাজ করে তাদের জন্য রয়েছে অবিচ্ছিন্ন পুরস্কার।

English Sahih International:
Except for those who believe and do righteous deeds. For them is a reward uninterrupted.

0:00
0:00
Al-Inshiqaq Select an ayah to play