Tazqianofs
Back to Surahs

الشمس

Ash-Shams - সূর্য
15 Ayahs
বাংলা অনুবাদ
English Translation
1

وَٱلشَّمْسِ وَضُحَىٰهَا

বাংলা শেখ মুজিবুর রহমান:
শপথ সূর্যের যখন সে আচ্ছন্ন করে,

English Sahih International:
By the sun and its brightness

2

وَٱلْقَمَرِ إِذَا تَلَىٰهَا

বাংলা শেখ মুজিবুর রহমান:
শপথ চন্দ্রের যখন ওটা সূর্যের পর আবির্ভুত হয়।

English Sahih International:
And [by] the moon when it follows it

3

وَٱلنَّهَارِ إِذَا جَلَّىٰهَا

বাংলা শেখ মুজিবুর রহমান:
শপথ দিনের, যখন ওটা ওকে প্রকাশ করে।

English Sahih International:
And [by] the day when it displays it

4

وَٱلَّيْلِ إِذَا يَغْشَىٰهَا

বাংলা শেখ মুজিবুর রহমান:
শপথ রাতের, যখন ওটা ওকে আচ্ছাদিত করে।

English Sahih International:
And [by] the night when it covers [i.e., conceals] it

5

وَٱلسَّمَآءِ وَمَا بَنَىٰهَا

বাংলা শেখ মুজিবুর রহমান:
শপথ আকাশের এবং যিনি ওটা নির্মাণ করেছেন তাঁর।

English Sahih International:
And [by] the sky and He who constructed it

6

وَٱلْأَرْضِ وَمَا طَحَىٰهَا

বাংলা শেখ মুজিবুর রহমান:
শপথ পৃথিবীর এবং যিনি ওকে বিস্তৃত করেছেন তাঁর।

English Sahih International:
And [by] the earth and He who spread it

7

وَنَفْسٍ وَمَا سَوَّىٰهَا

বাংলা শেখ মুজিবুর রহমান:
শপথ মানুষের এবং তাঁর, যিনি তাকে সুঠাম করেছেন।

English Sahih International:
And [by] the soul and He who proportioned it

8

فَأَلْهَمَهَا فُجُورَهَا وَتَقْوَىٰهَا

বাংলা শেখ মুজিবুর রহমান:
অতঃপর তাকে তার অসৎ কাজ ও তার সৎ কার্জের জ্ঞান দান করেছেন,

English Sahih International:
And inspired it [with discernment of] its wickedness and its righteousness,

9

قَدْ أَفْلَحَ مَن زَكَّىٰهَا

বাংলা শেখ মুজিবুর রহমান:
সে’ই সফলকাম হবে যে নিজেকে পবিত্র করবে।

English Sahih International:
He has succeeded who purifies it,

10

وَقَدْ خَابَ مَن دَسَّىٰهَا

বাংলা শেখ মুজিবুর রহমান:
এবং সে’ই ব্যর্থ মনোরথ হবে যে নিজেকে কলুষাচ্ছন্ন করবে।

English Sahih International:
And he has failed who instills it [with corruption].

11

كَذَّبَتْ ثَمُودُ بِطَغْوَىٰهَآ

বাংলা শেখ মুজিবুর রহমান:
ছামূদ সম্প্রদায় অবাধ্যতা বশতঃ সত্যকে মিথ্যা বলে প্রত্যাখ্যান করল,

English Sahih International:
Thamūd denied [their prophet] by reason of their transgression,

12

إِذِ ٱنۢبَعَثَ أَشْقَىٰهَا

বাংলা শেখ মুজিবুর রহমান:
সুতরাং তাদের মধ্যে যে সর্বাধিক হতভাগ্য সে যখন তৎপর হয়ে উঠল –

English Sahih International:
When the most wretched of them was sent forth.

13

فَقَالَ لَهُمْ رَسُولُ ٱللَّهِ نَاقَةَ ٱللَّهِ وَسُقْيَـٰهَا

বাংলা শেখ মুজিবুর রহমান:
তখন আল্লাহর রাসূল তাদেরকে বললঃ আল্লাহর উষ্ট্রী ও, ওকে পানি পান করানোর বিষয়ে সাবধান হও,

English Sahih International:
And the messenger of Allāh [i.e., Ṣāliḥ] said to them, "[Do not harm] the she-camel of Allāh or [prevent her from] her drink."

14

فَكَذَّبُوهُ فَعَقَرُوهَا فَدَمْدَمَ عَلَيْهِمْ رَبُّهُم بِذَنۢبِهِمْ فَسَوَّىٰهَا

বাংলা শেখ মুজিবুর রহমান:
কিন্তু তারা তাকে মিথ্যাবাদী বলল, অতঃপর ঐ উষ্ট্রিকে কেটে ফেলল। সুতরাং তাদের পাপের জন্য তাদের রাব্ব তাদেরকে সমূলে ধ্বংস করলেন, অতঃপর তাদেরকে ভূমিসাৎ করে ফেললেন,

English Sahih International:
But they denied him and hamstrung her. So their Lord brought down upon them destruction for their sin and made it equal [upon all of them].

15

وَلَا يَخَافُ عُقْبَـٰهَا

বাংলা শেখ মুজিবুর রহমান:
আর তিনি ওর পরিণামকে ভয় করলেন না।

English Sahih International:
And He does not fear the consequence thereof.

0:00
0:00
Ash-Shams Select an ayah to play